প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৩৬০০ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? সমাধান: দেওয়া আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৩৬০০ বর্গমিটার ∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √৩৬০০ মিটার = ৬০ মিটার আমরা জানি, বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ × এক বাহুর দৈর্ঘ্য = (৬০ × ৪) মিটার = ২৪০ মিটার ∴ বর্গক্ষেত্রের পরিসীমা = ২৪০ মিটার।