অশ্বখুরাকৃতি হ্রদ নদীর কোন পর্যায়ের সৃষ্ট ভূমিরূপ?
নদীর সমভূমি প্রবাহে সৃষ্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ হল অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অনেকটা ঘোড়ার খুরের আকৃতি গঠন বলে এর নাম দেওয়া হয়েছে অশ্বখুরাকৃতি (অশ্বক্ষুরাকৃতি) হ্রদ।
অশ্বখুরাকৃতি হ্রদ নদীর বার্ধক্য পর্যায় পর্যায়ের সৃষ্ট ভূমিরূপ
Question added on: June 15, 2023