অপারেটিং সিস্টেম হচ্ছে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি।• অপারেটিং সিস্টেম:- অপারেটিং সিস্টেম মূলত একটি সিস্টেম সফটওয়্যার।- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়।• অপারেটিং সিস্টেমের প্রকারভেদ-অপারেটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়। যথা-১। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম (Text Based Operating System),২। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম (Graphics Based Operating System).• বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম:- MS-DOS,- PC DOS,- CP/M, ইত্যাদি।• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:- Windows 95/98/Xp/2000/7,- Mac OS, ইত্যাদি।উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।