বায়ুমন্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে?
ট্রপোমণ্ডল (Troposphere) স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, ভূপৃষ্ঠের ,বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির কুয়াশা সবকিছুই এই স্তরে সৃষ্টি হয়। ট্রপোমণ্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোবিরতি। এই স্তর ভূপৃষ্ঠে থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রায় ১৬ - ১৯ কিমি. এবং মেরু অঞ্চলে প্রায় ৮ কিমি পর্যন্ত বিস্তৃত।
Question added on: May 23, 2023