প্রশ্ন: বিন্দুর সঞ্চারপথকে কী বলে? সমাধান: রেখা (line): - দুটি তল পরস্পরকে ছেদ করলে ছেদ স্থলে একটি রেখা উৎপন্ন হয়। অর্থাৎ, বিন্দুর সঞ্চারপথকে রেখা বলে। - সরলরেখাকে সংক্ষেপে রেখা বলে। - রেখার দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও বেধ নাই। - রেখা প্রধানত দুই প্রকার। যথা- ক) সরলরেখা এবং খ) বক্ররেখা।