মূল কন্টেন্টে যান / Skip to main content
BCS ADMISSION
বিসিএস প্রিপপরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি
বি
মেনু

কম্পিউটার ভাইরাসের নামকরণ কে করেন?

সঠিক উত্তর
ফ্রেড কোহেন
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের কিছু ইম্পোরটেন্ট প্রশ্ন

মেধা যাচাই করুন

এই প্রশ্নটি সহ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি1 নম্বর
নিচের কোনটি পাবলিক ক্লাউডের উদাহরণ?
প্র্যাকটিস সেশন

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন দিয়ে নিজেকে যাচাই করুন

বিস্তারিত ব্যাখ্যা

ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।• কম্পিউটার ভাইরাস:- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম যা, স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে।- কম্পিউটার ভাইরাস কম্পিউটারকে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে।- এ ধরনের প্রোগ্রামের উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীকে বিড়ম্বনায় ফেলা।- সাধারণত অভিজ্ঞ প্রোগ্রামাররাই কম্পিউটার ভাইরাস তৈরি করে থাকে।- VIRUS এর পূর্ণরূপ হলো Vital Information Resources under Seize.- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।- সাধারণত ইন্টারনেটে বিভিন্ন তথ্য, ফাইল, সফটওয়্যার, ই-মেইল ইত্যাদির মাধ্যমে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারের সাথে আদান-প্রদানের ফলে ভাইরাস আক্রমণ হতে পারে।• বাকি অপশনগুলো:- চার্লস ব্যাবেজ - আধুনিক কম্পিউটারের জনক।- এলান টুরিং - টুরিংকে তাত্ত্বিক কম্পিউটার প্রকৌশল ও কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে বিবেচনা করা হয়।- বিল গেটস - মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা।উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র
চার্লস ব্যাবেজ
এলান টুরিং
ফ্রেড কোহেন সঠিক উত্তর
বিল গেটস

প্রশ্ন তথ্য

বিষয়:কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
শ্রেণী:বিসিএস
মার্ক:1