ঢাকার লালবাগ দুর্গ নির্মাণ করেন?
ঢাকার লালবাগ দুর্গ নির্মাণ করেন?
সঠিক উত্তর
শায়েস্তা খান
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের কিছু ইম্পোরটেন্ট প্রশ্ন
মেধা যাচাই করুন
এই প্রশ্নটি সহ বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এখান থেকে একটি অপশন সিলেক্ট করুণ, সঠিক বা ভুল হলে, ব্যাখ্যা সহ উত্তর পাবেন সাথে সাথে।
বাংলাদেশ বিষয়াবলি1 নম্বর
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
সম্পূর্ণ প্র্যাকটিস সেশন
১০টি প্রশ্ন রেডি
তাৎক্ষণিক ফলাফল
বিস্তারিত ব্যাখ্যা
লালবাগ দুর্গ পুরাতন ঢাকা নগরীর দক্ষিণ-পশ্চিম প্রান্তে বুড়িগঙ্গা নদীর তীরে দূর্গটির অবস্থান।যুবরাজ মুহম্মদ আজম বাংলার সুবাহদার থাকাকালীন ১৬৭৮ খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শুরু করেন। কিন্তু নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আগেই আওরঙ্গজেব তাঁকে দিল্লিতে ডেকে পাঠান।মুঘল সুবাদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে নির্মাণকাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি।
সকল অপশন
রেফারেন্স মাত্রA.
শাহ সুজা
B.
শায়েস্তা খান✓ সঠিক উত্তর
C.
মীর জুমলা
D.
সুবেদার ইসলাম খান