মূল কন্টেন্টে যান / Skip to main content
BCS ADMISSION
বিসিএস প্রিপপরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি
বি
মেনু

DOS-এর পূর্ণরূপ কী?

সঠিক উত্তর
Disk Operating System
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের কিছু ইম্পোরটেন্ট প্রশ্ন

মেধা যাচাই করুন

এই প্রশ্নটি সহ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি1 নম্বর
নিচের কোনটি পাবলিক ক্লাউডের উদাহরণ?
প্র্যাকটিস সেশন

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন দিয়ে নিজেকে যাচাই করুন

বিস্তারিত ব্যাখ্যা

DOS - এর পূর্ণরূপ হচ্ছে Disk Operating System.• DOS (Disk Operating System)- DOS-এর পূর্ণরূপ হচ্ছে Disk Operating System যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশন আইবিএম কম্পিউটারের জন্য ১৯৮১ সালে প্রথম ডস অপারেটিং সিস্টেম উদ্ভাবন করেন। - ডস আইবিএম এবং আইবিএম উপযুক্ত পার্সোনাল কম্পিউটারের জন্য একটি একক ব্যবহারিক অপারেটিং সিস্টেম। - DOS কে PC-DOS বা MS-DOSও বলা হয়। - ডস একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম। - ডসের প্রধান অসুবিধা হলো এর কমান্ড লাইন ইউজার ইন্টারফেস বৈশিষ্ট্য, অর্থাৎ এর সাহায্যে কাজ করতে হলে ব্যবহারকারীকে ডসের কমান্ড মুখস্থ রাখতে হয় এবং কি-বোর্ডের মাধ্যমে কম্পিউটারে কমান্ড বা নির্দেশ প্রদান করতে হয়।উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।

সকল অপশন

রেফারেন্স মাত্র
Data Operating System
Disk Operating System সঠিক উত্তর
Digital Operating System
Device Operating System

প্রশ্ন তথ্য

বিষয়:কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
শ্রেণী:বিসিএস
মার্ক:1