মুক্তিযুদ্ধকালে 'মজলুম আদিব' ছদ্মনামে লিখতেন-
সঠিক উত্তর
শামসুর রাহমান
বাংলা সাহিত্য বিষয়ের কিছু ইম্পোরটেন্ট প্রশ্ন
মেধা যাচাই করুন
এই প্রশ্নটি সহ বাংলা সাহিত্য বিষয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এখান থেকে একটি অপশন সিলেক্ট করুণ, সঠিক বা ভুল হলে, ব্যাখ্যা সহ উত্তর পাবেন সাথে সাথে।
বাংলা সাহিত্য1 নম্বর
Identify the correct spelling.
সম্পূর্ণ প্র্যাকটিস সেশন
১০টি প্রশ্ন রেডি
তাৎক্ষণিক ফলাফল
বিস্তারিত ব্যাখ্যা
• শামসুর রাহমান:- শামসুর রাহমান ছিলেন কবি, সাংবাদিক। তিনি ১৯২৯ সালে পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক বাড়ি ঢাকা জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে।- তাঁর ডাক নাম ছিল 'বাচ্চু'। মুক্তিযুদ্ধকালে তিনি 'মজলুম আদিব' ছদ্মনামে লিখতেন।- আঠারো বছর বয়সে শামসুর রাহমান প্রথম কবিতা লেখা আরম্ভ করেন। তাঁর প্রথম কবিতা 'উনিশ শ'উনপঞ্চাশ' প্রকাশিত হয় নলিনীকিশোরগুহ সম্পাদিত সোনার বাংলা পত্রিকায়।- ১৯৬০ সালে তাঁর প্রথম কাব্য, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে-র প্রকাশ কবিতায় তাঁর অধিকার প্রতিষ্ঠা করে। কলকাতা থেকে বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় তাঁর 'রূপালি স্নান' প্রকাশ করে কবিতার বৃহত্তর বাংলায় তাঁর আত্মপ্রকাশ ঘটে। 'রূপালি স্নান' কে বলা যায় শামসুর রাহমানের আগমনী কবিতা।- শামসুর রাহমান ১৯৫৭ সালে সাংবাদিকতা জীবন শুরু করেন ইংরেজী দৈনিক মর্নিং নিউজ-এর সহসম্পাদক হিসেবে।- তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ 'রৌদ্র করোটিতে'। কবি তাঁর দ্বিতীয় কাব্যের জন্য আদমজী পুরস্কারে ভূষিত হন। পুরস্কারটি প্রদান করেছিলেন প্রেসিডেন্ট আইয়ুব খান। 'হাতির শুঁড়' কবিতায় যাঁর ক্ষমতাগ্রহণকে তিনি ব্যঙ্গ করেছিলেন।- ১৯৭০ সালে প্রকাশিত তাঁর নিজ বাসভূমে কাব্য তিনি উৎসর্গ করেন আবহমান বাঙলার শহীদদের উদ্দেশ্যে। 'বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা', 'ফেব্রুয়ারি ১৯৬৯', 'পুলিশ রিপোর্ট', 'হরতাল', 'এ লাশ আমরা রাখব কোথায়', তাঁর রচিত এ কবিতাগুলির ছত্রেছত্রে লেগে আছে এক বিক্ষুব্ধ সময়ের ছাপ।উৎস: বাংলাপিডিয়া।
সকল অপশন
রেফারেন্স মাত্রA.
শামসুর রাহমান✓ সঠিক উত্তর
B.
শামসুদ্দীন আবুল কালাম
C.
সৈয়দ শামসুল হক
D.
শওকত ওসমান