"সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী
অবাক তাকিয়ে রয়ঃ
জ্বলে পুড়ে-মরে ছারখার
তবু মাথা নোয়াবার নয়।"
- উদৃতাংশটুকু কোন কবিতার অন্তর্গত?

এটি একটি বাংলা বহু নির্বাচনী প্রশ্ন যা বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য।

সঠিক উত্তর

দুর্মর

এম সি কিউ প্রশ্ন

বিষয়ভিত্তিক সাপ্তাহিক মডেল টেস্ট - বাংলা

ফলাফল ঘোষণা

দিন
ঘণ্টা
মিনিট
সেকেন্ড
মোট প্রশ্ন আছে
৫০ টি
মোট মার্ক
৫০
ভুল উত্তরের জন্য ০.৫ মার্ক কাটা যাবে

মডেল টেস্ট দিন, সম্পূর্ণ বিনামূল্যে

লগইন করে মডেল টেস্ট শুরু করুন

ব্যাখ্যা

দুর্মর (পূর্বাভাস)
সুকান্ত ভট্টাচার্য

হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ
কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে,
সে কোলাহলের রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ
জলে ও মাটিতে ভাঙ্গনের বেগ আসে।

হঠাৎ নিরীহ মাটিতে কখন,
জন্ম নিয়েছে সচেতনতার ধান,
গত আকালের মৃত্যুকে মুছে
আবার এসেছে বাংলাদেশের প্রাণ

“হয় ধান নয় প্রাণ” এ শব্দে
সারা দেশ দিশাহারা,
একবার মরে ভুলে গেছে আজ
মৃত্যুর ভয় তারা।
সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী
অবাক তাকিয়ে রয়:
জ্বলে পুড়ে-মার ছারখার
তবু মাথা নোয়াবার নয়।

এবার লোকের ঘরে ঘরে যাবে
সোনালী নয়কো, রক্তে রঙিন ধান,
দেখবে সকলে সেখানে জ্বলছে
দাউ দাউ করে বাংলা দেশের প্রাণ॥

প্রশ্ন পরিসংখ্যান

পাবলিক পরীক্ষার অন্তর্ভুক্তি

এই প্রশ্নটি আমাদের বিস্তৃত আর্কাইভের মধ্যে 0 পাবলিক পরীক্ষায় অন্তর্ভুক্ত হয়েছে।

প্রথম উত্তরদাতা হন!

আমাদের প্ল্যাটফর্মে এখনও কেউ এই প্রশ্নের উত্তর দেয়নি। আপনি প্রথম হতে পারেন!