She works hard so that she can complete the project. (Compound)

এটি একটি মানসিক দক্ষতা বহু নির্বাচনী প্রশ্ন যা বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য।

সঠিক উত্তর

She wants to complete the project and so she works hard.

এম সি কিউ প্রশ্ন

বিষয়ভিত্তিক সাপ্তাহিক মডেল টেস্ট - মানসিক দক্ষতা

ফলাফল ঘোষণা

দিন
ঘণ্টা
মিনিট
সেকেন্ড
মোট প্রশ্ন আছে
৫০ টি
মোট মার্ক
৫০
ভুল উত্তরের জন্য ০.৫ মার্ক কাটা যাবে

মডেল টেস্ট দিন, সম্পূর্ণ বিনামূল্যে

লগইন করে মডেল টেস্ট শুরু করুন

ব্যাখ্যা

• Sentence এর Transformation এর ক্ষেত্রে যে কাজ গুলো করতে হয়,

• Add (যোগ করা),
• Deduct (বাদ দেয়া)
• Retain (যেভাবে আছে সেভাবে রাখা)

• অর্থাৎ - বাক্যের ধরন অনুযায়ী Preposition/Conjunction একটা যোগ ও একটা বিয়োগ করতে হবে,
- এবং ২টি Clause এর মধ্যে ১টি Clause যেভাবে আছে সেভাবে রেখে দিতে হবে।

• Complex to compound এর সময়,
• so that দ্বারা গঠিত বাক্যকে Complex to compound করার নিয়ম : 
• এ ধরনের বাক্যে Compound Sentence এ ৩টি কাজ করতে হয়। যথা -

1. Clause গুলোর অবস্থান উল্টে যাবে।
2. Want to অতিরিক্ত যোগ করতে হবে।
3. so that এর পরিবর্তে ‘And so/ therefore’ conjunction যোগ হবে।

Complex: She works hard so that she can complete the project.
Compound: She wants to complete the project and so she works hard.

Source: English Wizard Lecture.

প্রশ্ন পরিসংখ্যান

পাবলিক পরীক্ষার অন্তর্ভুক্তি

এই প্রশ্নটি আমাদের বিস্তৃত আর্কাইভের মধ্যে 0 পাবলিক পরীক্ষায় অন্তর্ভুক্ত হয়েছে।

প্রথম উত্তরদাতা হন!

আমাদের প্ল্যাটফর্মে এখনও কেউ এই প্রশ্নের উত্তর দেয়নি। আপনি প্রথম হতে পারেন!