Practice questions for ফিন্যান্স
নিচের কোন আর্থিক সম্পদের দাবি সবার শেষে পরিশোধযোগ্য ?
মেয়াদ পূর্তির পূর্বে পরিশোধযোগ্য বন্ডকে ___ বন্ড বলা হয়।
নিচের কোন কারণটির জন্য একটি ব্যবসায়ের আর্থিক ঝুঁকি বৃদ্ধি পায় না ?
নিচের কোনটি মুদ্রাবাজারের সম্পদ ?
নিচের উৎসসমূহের মধ্যে কোনটির অর্থায়ন সর্বোচ্চ ?
নিচের কোনটি সংকর সিকিউরিটি ?
দুটি প্রকল্পের মধ্যে একটি প্রকল্পে বিনিয়োগ যখন অপর প্রকল্পের নগদ প্রবাহকে কোনো ক্রমে প্রভাবিত করে না তখন প্রকল্পকে ___ প্রকল্প বলে।
একটি স্বাধীন প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে নিচের কোনটি গ্রহণযোগ্য?
নিচের কোনটি শেয়ার মালিকগণের সম্পদ সর্বাধিকরণের সাথে সম্পৃক্ত নয় ?
ফার্মের সাধারণ স্টকের শেয়ার প্রতি বাজার মূল্যকে ___ বলা যেতে পারে।
কোন দলিলের মাধ্যমে একটি ব্যাংক একজন নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের জন্য বিদেশস্থ প্রতিনিধিকে নির্দেশ দেয় ?
বিল, বন্ড এবং সিকিউরিটি নিচের কোনটির উদাহর ?
A.C. সংরক্ষিত তহি বিক্রয়যোগ্য মান
কোন প্রকারের ব্যাংক হিসাব আমানতকারীকে ‘জামাতিরিক্ত ঋণ সুবিধা’ প্রদান করে ?
KYC- এর পূর্ণরূপ কোনটি?
নিচের কোন ব্যাংকের জন্য বিধিবদ্ধ রিজার্ভ সংরক্ষণের হার কম ?
কোন ধরনের বিমার ক্ষেত্রে স্থাবর ও অস্থাবর উভয় ধরনের সম্পত্তি বিমা করা যায় ?
কোন নীতির ক্ষেত্রে নৌ বিমায় ও অগ্নি বিনায় কিছুটা ভিন্নতা থাকে?
কোন বিমায় স্থলাভিষিক্তকরণ নীতি প্রযোজ্য নয় ?
একটি কোম্পানি প্রতিটি ১০ টাকা মূল্যের ৩০ মিলিয়ন শেয়ার জনগণের কাছে বিক্রি করার ঘোষণা দিয়েছে। কোন বাজারে এই লেনদেনটি সম্পন্ন হবে ?
নিচের কোনটি অভ্যন্তরীণ অর্থায়নের উৎস ?