Practice questions for হিসাববিজ্ঞান
নিচের কোন বিবৃতিটি সত্য?
একটি প্রতিষ্ঠানের কোনো দ্রব্যের একক প্রতি বিক্রয়মূল্য ৮০ টাকা; একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ৬০ টাকা; স্থায়ী ব্যয় ৭,২০০ টাকা। সমচ্ছেদ বিন্দু টাকায় কত?
নাদিম কোম্পানি লিমিটেডের আয় বিবরণীতে কর পূর্ববর্তী মুনাফার পরিমাণ ৭,০০,০০০ টাকা এবং আয়কর ২,১০,০০০ টাকা দেখানো হয়েছে। কোম্পানিটি তার অগ্রাধিকার শেয়ারের উপর ৫০,০০০ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। যদি নাদিম কোম্পানি লিমিটেডের সারা বছর ধরে ১,০০,০০০ সাধারণ শেয়ার বিলিকৃত থাকে, তবে কোম্পানির শেয়ার প্রতি আয় কত হবে?
যদি একটি কোম্পানিতে নগদ তহবিল ১০,০০০ টাকা; প্রদেয় হিসাব ২০,০০০ টাকা; ব্যাংক জমা ২০,০০০ টাকা; মজুদ পণ্য ২৫,০০০ টাকা; প্রাপ্য হিসাব ৫০,০০০ টাকা; প্রদেয় নোট ৩০,০০০ টাকা, মোটর গাড়ি ৫,০০,০০০ টাকা এবং ১০% ঋণপত্র ২৫,০০০ টাকা থাকে তবে কোম্পানিটির ত্বরিত অনুপাত কত হবে ?
IAS-2 অনুসারে সমাপনী মজুদপণ্যের মূল্যায়নে কী নিয়ম অনুসারে করা উচিত?
মুন কোম্পানি তার দেনাদার থেকে ৬৭৫ টাকার একটি ডেক সংগ্রহ করে ব্যাংকে জমা দেয়। লেনদেনটি যুগ কোম্পানি সঠিকভাবে লিপিবদ্ধ করলেও ব্যাংক ভুল ৫৭৬ টাকা লিপিবদ্ধ করে। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকালে উক্ত ভুলের জন্য কী করতে হবে?
নিচের কোনটি সঠিক?
বাটায় ইস্যুকৃত শেয়ার এর উদাহরণ।
নিচের কোন অনুপাতটি একটি ব্যবসায় প্রতিষ্ঠানের স্বল্পকালীন সচ্ছলতার নির্দেশক ?
সান-ফ্লাওয়ার কোম্পানির একটি নির্দিষ্ট সময়ের বিক্রয়ের পরিমাণ ১,২৫,০০০ টাকা; প্রাপ্য হিসাবের বিপরীতে নগদ প্রাপ্তির পরিমাণ ৫০,০০০ টাকা; খদ্দেরকে বাট্টা প্রদানের পরিমাণ ২,০০০ টাকা; কু-ঋণের পরিমাণ ৫,০০০ টাকা; এবং প্রাপ্য হিসাবের সমাপনী জেরের পরিমাণ ৯৫,০০০ টাকা হলে ঐ সময়ের শুরুতে প্রাপ্য হিসাবে কত টাকা জের ছিল?
নিচের লেনদেনের কোনটি উদ্বর্তপত্রের সমষ্টিকে প্রভাবিত করবে না?
যদি ২,৫০,০০০ টাকা মূল্যে ক্রয়কৃত একটি যন্ত্রপাতির ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা হয় এবং বার্ষিক ২০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় তাহলে তৃতীয় বছরে যন্ত্রপাতিটির অবচয় কত হবে?
কোনটি সম্পত্তি নয়?
হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী উদ্বর্তপত্রে দেনাদারকে নিট আদায়যোগ্য মূল্যে দেখানো হয়?
নিচের কোন হিসাবগুলো হিসাব বছর শেষে বন্ধ করা হয় না?
নিচের কোনটি কারখানার উপরি ব্যয়?
যদি জনাব লিমনের ব্যবসায়ে প্রারম্ভিক মূলধনের পরিমাণ ৯০,০০০ টাকা এবং সমাপনী মূলধনের পরিমাণ ১,৬০,০০০ টাকা, নিট লাভের পরিমাণ ৫০,০০০ টাকা এবং উত্তোলনের পরিমাণ ৩০,০০০ টাকা হয়, তাহলে বছরব্যাপী তিনি ব্যবসায়ে কত অতিরিক্ত মূলধন প্রদান করেছেন?