আনলিমিটেড প্রশ্ন উত্তর
হিসাববিজ্ঞান বিষয়ের প্রশ্নসমূহ প্র্যাকটিস করুন
আপনি যদি লগইন করে থাকেন তাহলে আপনি ইতিপূর্বে যে সকল প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন এবং যে সকল প্রশ্ন সবচে বেশী পরীক্ষায় আসে, এলগরিদম সেগুলোকে আগে দেখবে। এবং রিসেন্ট
নিচের কোন বিবৃতিটি সত্য?
একটি প্রতিষ্ঠানের কোনো দ্রব্যের একক প্রতি বিক্রয়মূল্য ৮০ টাকা; একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ৬০ টাকা; স্থায়ী ব্যয় ৭,২০০ টাকা। সমচ্ছেদ বিন্দু টাকায় কত?
নাদিম কোম্পানি লিমিটেডের আয় বিবরণীতে কর পূর্ববর্তী মুনাফার পরিমাণ ৭,০০,০০০ টাকা এবং আয়কর ২,১০,০০০ টাকা দেখানো হয়েছে। কোম্পানিটি তার অগ্রাধিকার শেয়ারের উপর ৫০,০০০ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। যদি নাদিম কোম্পানি লিমিটেডের সারা বছর ধরে ১,০০,০০০ সাধারণ শেয়ার বিলিকৃত থাকে, তবে কোম্পানির শেয়ার প্রতি আয় কত হবে?
যদি একটি কোম্পানিতে নগদ তহবিল ১০,০০০ টাকা; প্রদেয় হিসাব ২০,০০০ টাকা; ব্যাংক জমা ২০,০০০ টাকা; মজুদ পণ্য ২৫,০০০ টাকা; প্রাপ্য হিসাব ৫০,০০০ টাকা; প্রদেয় নোট ৩০,০০০ টাকা, মোটর গাড়ি ৫,০০,০০০ টাকা এবং ১০% ঋণপত্র ২৫,০০০ টাকা থাকে তবে কোম্পানিটির ত্বরিত অনুপাত কত হবে ?
IAS-2 অনুসারে সমাপনী মজুদপণ্যের মূল্যায়নে কী নিয়ম অনুসারে করা উচিত?
মুন কোম্পানি তার দেনাদার থেকে ৬৭৫ টাকার একটি ডেক সংগ্রহ করে ব্যাংকে জমা দেয়। লেনদেনটি যুগ কোম্পানি সঠিকভাবে লিপিবদ্ধ করলেও ব্যাংক ভুল ৫৭৬ টাকা লিপিবদ্ধ করে। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকালে উক্ত ভুলের জন্য কী করতে হবে?
নিচের কোনটি সঠিক?
বাটায় ইস্যুকৃত শেয়ার এর উদাহরণ।
নিচের কোন অনুপাতটি একটি ব্যবসায় প্রতিষ্ঠানের স্বল্পকালীন সচ্ছলতার নির্দেশক ?
সান-ফ্লাওয়ার কোম্পানির একটি নির্দিষ্ট সময়ের বিক্রয়ের পরিমাণ ১,২৫,০০০ টাকা; প্রাপ্য হিসাবের বিপরীতে নগদ প্রাপ্তির পরিমাণ ৫০,০০০ টাকা; খদ্দেরকে বাট্টা প্রদানের পরিমাণ ২,০০০ টাকা; কু-ঋণের পরিমাণ ৫,০০০ টাকা; এবং প্রাপ্য হিসাবের সমাপনী জেরের পরিমাণ ৯৫,০০০ টাকা হলে ঐ সময়ের শুরুতে প্রাপ্য হিসাবে কত টাকা জের ছিল?