প্রতি ডিগ্রী দ্রাঘিমার ব্যবধানের জন্য সময়ের ব্যবধান কত হয়?
নিরক্ষরেখাকে ডিগ্রী, মিনিট, সেকেণ্ডে ভাগ করে প্রত্যেক ভাগ বিন্দুর উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয়েছে তাকে দ্রাঘিমা রেখা বলে। প্রত্যেকটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। সর্বোচ্চ দ্রাঘিমা ১৮০° হয়। ১ ডিগ্রী দ্রাঘিমান্তরে ৪ মিনিট সময়ের ব্যবধান হয়।
প্রতি ডিগ্রী দ্রাঘিমার ব্যবধানের জন্য সময়ের ব্যবধান 240 সেকেন্ড হয়
Question added on: June 15, 2023