ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কোনটি?
জলবায়ু : সারাবছর মাঝারি উয়তা এবং সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। ২) উষ্ণতা : গ্রীষ্মকালে এখানে 20° সেলসিয়াস থেকে 27 °সেলসিয়াস তাপমাত্রা থাকে। শীতকালে এই অঞলে উষ্ণতা থাকে 5° সেলসিয়াস থেকে 10°সেলসিয়াস। ৩) বার্ষিক উষ্ণতার প্রসর : এখানে বার্ষিক উষ্ণতার প্রসর হয় 15 °সেলসিয়াস থেকে 17 °সেলসিয়াস।
ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য - বৃষ্টিবহুল শীতকাল ও বৃষ্টিহীন গ্রীষ্মকাল
Question added on: June 15, 2023