নতুন সংস্করণ (২০২১) অনুসারে সঠিক প্রকৃতি ও প্রত্যয়: √জি+অ = জয়। তবে পুরাতন সংস্করণে (২০১৯) অনুসারে √জি+অল্ = জয় দেয়া আছে।
অপশনে, যদি দুইটিই দেয়া থাকতো তাহলে নিঃসন্দেহে সঠিক উত্তর হতো - √জি+অ = জয়। কিন্তু অপশনে যেহেতু "√জি+অ = জয়" নেই তাই সঠিক উত্তর হিসেবে √জি+অল্ নেয়া হয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।