• এন্টনি ফিরিঙ্গি: - তিনি ছিলেন আঠারো শতকের বাংলা ভাষার কবিয়াল। - তাঁর প্রকৃত নাম এন্টনি হেন্সম্যান । - তিনি জাতিতে ছিলেন পর্তুগিজ এবং ধর্মে খ্রিষ্টান। - তিনি খ্রিষ্টান হলেও বাঙালি কালী সাধক হিন্দুর মত জীবনযাপন করতেন। - তিনি হিন্দু বিধবাকে বিয়ে করেন এবং কলকাতার বউবাজারে ফিরিঙ্গি কালীমন্দির প্রতিষ্ঠা করেন। - তিনি চমৎকার বাংলা কবিগান গাইতে ও গান বাঁধতে পারতেন।
•তাঁর একটি বিখ্যাত গান -
‘আমি ভজন সাধন জানি নে মা নিজেত ফিরিঙ্গি যদি দয়া করে কৃপা কর হে শিব মাতঙ্গী।’
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।