বার্ড ফ্লু ভাইরাসের নতুন ধরণ ‘‘H5N2’
- মেক্সিকোতে বার্ড ফ্লু ভাইরাসের এইচ৫এন২ ধরণে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
- বিশ্বে কোনো মানুষের এইচ৫এন২ ধরনে আক্রান্ত হওয়ার ঘটনা এটাই প্রথম।
- ডব্লিউএইচও বলেছে, এই ভাইরাসে আক্রান্ত হওয়ার উৎস কী, তা অজানা।
- যদিও মেক্সিকোতে খামারগুলোতে এইচ৫এন২-এর সংক্রমণ দেখা গেছে।
সূত্র- WHO ওয়েবসাইট।