মূল কন্টেন্টে যান / Skip to main content
BCS ADMISSION
বিসিএস প্রিপপরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি
বি
মেনু

নিচের কোনটি ভাইরাস নয়?

সঠিক উত্তর
নরটন
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের কিছু ইম্পোরটেন্ট প্রশ্ন

মেধা যাচাই করুন

এই প্রশ্নটি সহ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি1 নম্বর
নিচের কোনটি পাবলিক ক্লাউডের উদাহরণ?
প্র্যাকটিস সেশন

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন দিয়ে নিজেকে যাচাই করুন

বিস্তারিত ব্যাখ্যা

নরটন হচ্ছে এন্টিভাইরাস সফটওয়্যার।• এন্টিভাইরাস সফটওয়্যার:- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূবেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো-- এভিজি,- অ্যাভাস্ট,- নরটন,- এভিরা,- পান্ডা, ইত্যাদি।• কম্পিউটার ভাইরাস:- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস হলো-- ভিবিএস/হেল্পার,- ওয়ার্ম,- ভিবিএস/আকুই,- ট্রোজান হর্স,- এক্স ৯৭এম/হপার,- বুট সেক্টর ভাইরাস,- জেরুজালেম,- স্টোন,- ঢাকা ভাইরাস,- ভিয়েনা,- সিআইএইচ, ইত্যাদি।উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র
স্টোন
নরটন সঠিক উত্তর
সিআইএইচ
ভিয়েনা

প্রশ্ন তথ্য

বিষয়:কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
শ্রেণী:বিসিএস
মার্ক:1