নরটন হচ্ছে এন্টিভাইরাস সফটওয়্যার।• এন্টিভাইরাস সফটওয়্যার:- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূবেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো-- এভিজি,- অ্যাভাস্ট,- নরটন,- এভিরা,- পান্ডা, ইত্যাদি।• কম্পিউটার ভাইরাস:- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস হলো-- ভিবিএস/হেল্পার,- ওয়ার্ম,- ভিবিএস/আকুই,- ট্রোজান হর্স,- এক্স ৯৭এম/হপার,- বুট সেক্টর ভাইরাস,- জেরুজালেম,- স্টোন,- ঢাকা ভাইরাস,- ভিয়েনা,- সিআইএইচ, ইত্যাদি।উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।