কোন গ্যাসটি “ড্রাই আইস” তৈরিতে ব্যবহার করা হয়?
'ড্রাই - আইস' তৈরিতে কার্বন ডাই - অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। কার্বন ডাই অক্সাইড গ্যাসকে
(CO2)গ্যাসকে −78.5°Cতাপমাত্রায় শীতল করলে এটি তরল না হয়ে সরাসরি কঠিন অবস্থায় রুপান্তরিত হয় । একে শুষ্ক বরফ বা ড্রাই আইস বলা হয়। শুষ্ক বরফ নামকরণের তাৎপর্য হলো এটি দেখতে বরফের মত সাদা অথচ হাতে ধরলে হাত ভেজায় না । এটি নাট্যমঞ্চে ধোঁয়া তৈরিতে ও হিমায়ক হিসেবে ব্যবহৃত হয়।
Question added on: May 23, 2023