নিচের কোনগুলো বলকের উদাহরণ?
সঠিক উত্তর
ই, ও
বাংলা ব্যাকরণ বিষয়ের কিছু ইম্পোরটেন্ট প্রশ্ন
মেধা যাচাই করুন
এই প্রশ্নটি সহ বাংলা ব্যাকরণ বিষয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এখান থেকে একটি অপশন সিলেক্ট করুণ, সঠিক বা ভুল হলে, ব্যাখ্যা সহ উত্তর পাবেন সাথে সাথে।
বাংলা ব্যাকরণ1 নম্বর
চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?
সম্পূর্ণ প্র্যাকটিস সেশন
১০টি প্রশ্ন রেডি
তাৎক্ষণিক ফলাফল
বিস্তারিত ব্যাখ্যা
পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, এগুলোর নাম লগ্নক।
লগ্নক চার ধরনের। যথা_-
- বিভক্তি
- নির্দেশক
- বচন
- বলক
বলক:
যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয়, সেগুলোকে বলক বলে।
'তখনই' বা 'এখনই' পদের 'ই' বা 'ও' হলো বলকের উদাহরণ।
[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, সংস্করণ-২০২১]
লগ্নক চার ধরনের। যথা_-
- বিভক্তি
- নির্দেশক
- বচন
- বলক
বলক:
যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয়, সেগুলোকে বলক বলে।
'তখনই' বা 'এখনই' পদের 'ই' বা 'ও' হলো বলকের উদাহরণ।
[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, সংস্করণ-২০২১]
সকল অপশন
রেফারেন্স মাত্রA.
রা, এগুলো
B.
এর, লাম
C.
টি, টুকু
D.
ই, ও✓ সঠিক উত্তর