জনসংখ্যার ঘনত্ব প্রদর্শনের জন্য নিচের কোন ধরণের মানচিত্র অধিক উপযোগী?
জনসংখ্যার ঘনত্ব প্রদর্শনের জন্য ছায়াপাত মানচিত্র ধরণের মানচিত্র অধিক উপযোগী
যে সব মানচিত্রে বিভিন্ন উপাত্তের বিন্যাস বা ঘনত্ব দেখান হয় সে মানচিত্রকে ক্লোরোপ্লেথ বা ছায়াপাত মানচিত্র বলে।
বিভিন্ন প্রকারের রেখা দ্বারা সৃষ্ট ছায়াপাত ব্যবহার করে এ ধরনের মানচিত্র তৈরী করা হয়। এক্ষত্রে উৎপাদনের প্রগাঢ়তা বা
ঘনত্বের ভিন্নতায় ছায়াপাতের প্রয়োগের ভিন্নতা হয়। এ পদ্ধতিতে বিভিন্ন ঘনত্বের জন্য ছায়া ঘনত্ব অনুসারে হালকা থেকে
গাঢ় করে দেখান হয়। কম ঘনত্ব অঞ্চলে হালকা ছায়া এবং উপাত্তের পরিমাণ বৃদ্ধিতে ঘনত্ব বৃদ্ধির সাথে সাথে ছায়া ক্রমশ
গাঢ় থেকে আরো অধিক গাঢ় করা হয়।
Question added on: June 15, 2023