অন্নদাশঙ্কর রায়:
- অন্নদাশঙ্কর রায় একাধারে একজন ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি ও চিন্তাবিদ।
- উনিশ শতকের বাঙালি রেনেসাঁ ঐতিহ্যের শেষ বুদ্ধিজীবী হিসেবে অভিহিত।
- তিনি একজন বিখ্যাত ছড়াকারও।
- তাঁর জন্ম হয় ব্রিটিশ-ভারতে বর্তমান ওড়িশার ঢেঙ্কানলে।
- অন্নদাশঙ্কর গদ্য ও পদ্য উভয় ক্ষেত্রেই ভূমিকা রেখেছেন।
- তাঁর সাহিত্যকর্ম বাংলাদেশে বিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে।
তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে আছে—
- উপন্যাস: ‘সত্যাসত্য’ (ছয়টি উপন্যাস), ‘যার যেথা দেশ’, ‘অজ্ঞাতবাস’, ‘কলঙ্কবতী’, ‘দুঃখমোচন’, ‘আগুন নিয়ে খেলা’;
- প্রবন্ধ: ‘তারুণ্য’, ‘জীয়নকাঠি’, ‘দেশকালপাত্র’, ‘নতুন করে বাঁচা’, ‘সাতকাহন’, ‘আত্মজীবনী’, ‘পথে প্রবাসে’;
- ছোটগল্প: ‘প্রকৃতির পরিহাস’, ‘দু কান কাটা’, ‘যৌবন জ্বালা’, ‘কামিনি কাঞ্চন’, ‘রুপের দায়’ প্রভৃতি।
উৎস: বাংলাপিডিয়া।