‘কলকাতায় মুজিব’ তথ্যচিত্র
- বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে কলকাতা শহরের বড় ভূমিকা রয়েছে।
- সে বিষয়টিকে উপজীব্য করেই ‘কলকাতায় মুজিব’ শীর্ষক তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।
- বঙ্গবন্ধুর কলকাতার ইসলামিয়া কলেজে পড়া, বেকার হোস্টেলে থাকা, কলকাতায় ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়া, আলিমুদ্দিন স্ট্রিটে মুসলিম লীগ অফিসে রাত কাটানো, ৪৩’র দুর্ভিক্ষের সময় দুস্থ-নিরন্ন মানুষের মধ্যে খাদ্য বিতরণ, কলকাতা দাঙ্গার সময় বিপন্ন-দুর্গত মানুষদের আশ্রয় দান ও দাঙ্গা দমনে সহায়তা করা ছাড়াও সমসাময়িক ঘটনাবলী এবং স্বাধীনতা পরবর্তী ’৭২ সালে কলকাতার ব্রিগেড ময়দানের জনসমুদ্রে ভাষণ, ধানমণ্ডির ৩২ নম্বর রোডের বাড়ির কিছু করুণ স্মৃতিসহ আরও অনেক কিছু বঙ্গবন্ধুর প্রিয় এই শহরের অলিগলি থেকে তুলে এনে তথ্যচিত্রটিতে ক্যামেরাবন্দি করেছেন পরিচালক গৌতম ঘোষ।
- ‘কলকাতায় মুজিব’ তথ্যচিত্রটি নির্মিত হচ্ছে ফ্রেন্ডস অব বাংলাদেশ এবং কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের যৌথ প্রযোজনায়।
সূত্র- প্রথম আলো।